ক্রিকেটার এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রতিটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন। তবে ১০৩ বছরের শ্রী রামদাসের মনে ধোনির জন্য একটি বিশেষ জায়গা আছে। গত ১৩ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন শ্রী রামদাস। শরীর যতই খারাপ থাকুক, সিএসকের এই ভক্ত কিন্তু, দলের আইপিএলের একটা ম্যাচও মিস করেন না। দলের খেলা হলেই টেলিভিশনের সামনে ঠায় বসে থাকেন। এমনকী চেন্নাইয়ের কী করা উচিত, কী করলে ভালো হবে, সেসবও অভিজ্ঞ কোচের মত নির্বিবাদে বলে যান।