• CSK fan Ramdas: সেঞ্চুরি করেও ডায়াবেটিসকে ছক্কা! CSK-র সুপারফ্যান রামদাস ছাপিয়ে যাচ্ছেন আইডল ধোনিকেও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • CSK T20:

    ক্রিকেটার এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রতিটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন। তবে ১০৩ বছরের শ্রী রামদাসের মনে ধোনির জন্য একটি বিশেষ জায়গা আছে। গত ১৩ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন শ্রী রামদাস। শরীর যতই খারাপ থাকুক, সিএসকের এই ভক্ত কিন্তু, দলের আইপিএলের একটা ম্যাচও মিস করেন না। দলের খেলা হলেই টেলিভিশনের সামনে ঠায় বসে থাকেন। এমনকী চেন্নাইয়ের কী করা উচিত, কী করলে ভালো হবে, সেসবও অভিজ্ঞ কোচের মত নির্বিবাদে বলে যান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)