Ravindra Jadeja: বাবা নয়, বউই আপন! ম্যাচ সেরা হয়েই বুঝিয়ে দিলেন জাদেজা, আবারও ঝড়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
Ravindra Jadeja, India vs England Rajkot Test :
রাজকোট টেস্ট জেতার পর স্ত্রী রিভাবাকে যেন রীতিমতো চোখে হারাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ৪৩৪ রানের প্রাচীর খাড়া করে রাজকোট টেস্ট জিতে নিয়েছে ভারত। এই টেস্ট জেতায় চলতি সিরিজে ভারত এখন চালকের আসনে।