• Supreme Court: মেয়র নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ! বিরাট স্বস্তি তৃণমূলের ঘনিষ্ঠ দলের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • Chandigarh Mayor:

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন আপ এবং কংগ্রেসের জোট প্রার্থী কুলদীপ কুমার। সুপ্রিম কোর্ট পুনরায় ভোটের বদলে পুনরায় গণনার পক্ষে রায় দিয়েছিল। ব্যালট পেপার এবং গণনার দিনের পুরো ভিডিও রেকর্ডিং পর্যবেক্ষণ করেছে আদালত। তারপরই ক্ষমতায় এলেন কুলদীপ কুমার। এর আগে ৩০ জানুয়ারির নির্বাচনে নির্বাচনী আধিকারিক অনিল মসিহ ও বিজেপি কাউন্সিলররা কারচুপি করেছেন বলে অভিযোগ উঠেছিল। বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়। সুপ্রিম কোর্ট বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়। তারপরই রবিবার নবনির্বাচিত মেয়র বিজেপির মনোজ সোনকর পদত্যাগ করেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)