• বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কেন্দ্রের প্রচারের উদ্যোগ ইউজিসির ...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: নতুন ক্রিমিনাল বিল বা ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে দেশজুড়ে প্রচার করার নির্দেশ দিল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে নানা আলোচনাসভা, হ্যান্ডবিল বিতরণ করার নির্দেশ দিয়েছে ইউজিসি। কমিশনের মত, নতুন ক্রিমিনাল আইন নিয়ে দেশজুড়ে যে মিথ তৈরি হয়েছে, সেগুলি দুর করে প্রকৃত সত্য তুলে ধরা দরকার। ন্যায় সংহিতার বেশ কিছু শব্দও উল্লেখ করে দিয়েছে কমিশন।ন্যায় সংহিতা কার্যকর করার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার পুলিশ রাষ্ট্র গড়ে তুলতে চাইছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতারা। যদিও ইউজিসির তরফে এগুলিকে মিথ বলে চিহ্নিত করা হয়েছে। দেশের নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়ার হুমকি, পুলিশ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা, রাষ্ট্রদ্রোহ, পুলিশি অত্যাচার এই শব্দ এবং আশঙ্কাগুলিকে নিয়ে প্রকৃত সত্য তুলে ধরার নির্দেশ দিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই ব্যাপারে হ্যান্ডবিল বিতরণ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির সচিব মণীশ জোশী জানিয়েছেন, বিভিন্ন স্ট্যান্ডি, হ্যান্ডবিল, অবসরপ্রাপ্ত আইনজীবী, বিচারপতি, বিচারকদের নিয়ে আলোচনাসভার আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদের আয়োজিত অনুষ্ঠানের বিস্তারিত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠান।
  • Link to this news (আজকাল)