• ঝড় ও তুষারপাতের কবলে ইন্ডিগো বিমান, মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত যাত্রীরা ...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইন্ডিগো বিমান। মাঝ আকাশে বিমানের মধ্যে তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সেই মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিগো বিমানটি দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল সোমবার সন্ধেয়। শ্রীনগর বিমানবন্দরে অবতরণের আগে তীব্র ঝড়বৃষ্টি আর তুষারপাতের কবলে পড়ে ইন্ডিগো ৬ই৬১২৫ বিমানটি। অবতরণের আগে প্রবল দুর্যোগের কারণে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। কেউ কেউ ভয়ে চিৎকার করে ওঠেন। যদিও ঘটনায় কেউ আহত হননি। খারাপ আবহাওয়ার কারণে অবতরণে দেরি হওয়ায় যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো।
  • Link to this news (আজকাল)