• ফাল্গুনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত ...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বসন্তের আগমন ঘটতে না ঘটতেই তুমুল বৃষ্টি বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই। মঙ্গলবার সকাল থেকে বাংলা জুড়ে আকাশ মেঘলা। বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আজ হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। দুর্গাপুরে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলতে থাকবে।
  • Link to this news (আজকাল)