• আধার নিয়ে তথ্য চাইলেন সাকেত
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: আধার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এবং আধার বাতিল হওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউআইডিএআইয়ের থেকে তথ্য চাইল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে আধার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যাবতীয় ব্যাখা চেয়েছেন। ৫ দিনের মধ্যে চিঠির জবাব এবং সমস্ত তথ্য দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদাররা জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার নিষ্ক্রিয় হয়েছে এবং কয়েকদিনের মধ্যে ফের সেগুলি চালু হয়ে যাবে। কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে, তার বিস্তারিত জানতে চেয়েছেন সাকেত গোখলে। ২০২৩ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত কত সংখ্যক আধার কার্ড প্রযুক্তিগত ত্রুটির কারণে নিষ্ক্রিয় হয়েছে সেই তথ্য জানতে চেয়েছেন তিনি। আধার কার্ড নিষ্ক্রিয় হলে কোনও নাগরিক কোন কোন প্রকল্পের সুবিধা থেকে বঞ্ছিত হতে পারেন, সেই তথ্যও চেয়েছেন সাকেত গোখলে।
  • Link to this news (আজকাল)