সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্যের জেরে উত্তাল শিখ সমাজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিতর্ক এবার জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই মঙ্গলবার বিকেল থেকে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন শিখ সম্প্রদায়ের মানুষ। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইছে বিজেপি, ততক্ষণ এই বিক্ষোভ অবস্থান চলবে বলে জানিয়েছেন শিখ সমাজের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তাঁদের।