Shashi Tharoor: ফ্রান্সের সত্যিকরের বন্ধু থারুর! সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে অভিভূত কংগ্রেস সাংসদ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
শশী থারুরকে মঙ্গলবার সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করল ফ্রান্স। মঙ্গলবারই ‘শেভলিয়র দ লা লিজিয়ঁ দ্য’অনার’-এ ভূষিত হয়েছেন কংগ্রেস সাংসদ। রাজনীতির পাশাপাশি বেশ কয়েকটি বইও লিখেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিরুবনন্তপুরমের সাংসদকে নয়া দিল্লির ফরাসি দূতাবাসে এই সম্মান প্রদান করা হয়। সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন। ফরাসি সরকার ২০২২ সালের আগস্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থারুরকে এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছিল। মঙ্গলবার কংগ্রেস সাংসদকে এই পুরস্কার দেওয়া হয়।