আজ থেকে ফের শুরু হচ্ছে দ্বিতীয় দফার প্রতিবাদ। গত সপ্তাহে সরকারের সঙ্গে চতুর্থ আলোচনার পর প্রস্তাবগুলি খতিয়ে দেখতে সময় চাওয়া হয় সংগঠনের তরফে। শেষে জানিয়ে দেওয়া হয় ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিকল্প প্রস্তাব দিয়েছিল কৃষক সংগঠনগুলি তা প্রত্যাখ্যান করেছে। এর পরই তারা দ্বিতীয় দফায় বুধবার থেকে ‘দিল্লি চলো’ অভিযান পুনরায় শুরু করার ডাক দেয়।