• ‌বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশ সহ আরও পাঁচটি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে কতটা পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বাংলাদেশ ছাড়াও পেঁয়াজ রপ্তানি করা হবে নেপাল, ভুটান, বাহরিন ও মরিশাসে। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। ২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। পরে এই নিষেধাজ্ঞা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ভারতের লক্ষ্য ছিল অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে।
  • Link to this news (আজকাল)