• এপ্রিলে প্রথম লন্ডন মহোৎসব, প্রস্তুতি তুঙ্গে
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • কৌশিক রায়: ঢাকে কাঠি পড়ে গেল লন্ডন মহোৎসবের। টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও এবং লন্ডন মহোৎসব কমিটির সভাপতি শঙ্কু বোসের কথায়, "নতুন একটা ব্র্যান্ড হতে চলেছে লন্ডন মহোৎসব। এর মূল লক্ষ্য বাংলা তথা ভারতীয় সংস্কৃতিকে ফের একবার প্রবাসী বাঙালিদের কাছে তুলে ধরা।" মঙ্গলবার ক্যালকাটা রোয়িং ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই বার্তাই দিলেন তিনি। এপ্রিল মাসের ২০ এবং ২১ তারিখ লন্ডনের ওয়েম্বলিতে সত্তাভিস পতিদার সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে লন্ডন মহোৎসব। শঙ্কু বোস ছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডন মহোৎসব কমিটির সম্পাদক ও ক্যান্ডিড ইউ কের কর্ণধার সায়ন্তন দাস অধিকারী, কমিটির সহ সভাপতি অরুণাভ ব্যানার্জি, ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর স্বাতী চক্রবর্তী। লন্ডন মহোৎসব কমিটির চেয়্যারম্যান দেবাশিস কুমার, চিফ অ্যাডভাইসর সত্যম রায়চৌধুরী, প্রোগ্রাম অ্যাডভাইসর ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সহ সভাপতি ফিরদৌসল হাসান ব্যক্তিগত কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি।জানা গেল, বাংলার বাণিজ্য, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, নানা ক্ষেত্রের তারকারা থাকবেন উৎসবে। খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার ঐতিহ্য সবই থাকছে লন্ডন মহোৎসবে।" সায়ন্তন দাস অধিকারী জানান, "এই লন্ডন মহোৎসবের বিশেষত্ব হল মূল অনুষ্ঠানের আগে ১৯ এপ্রিল ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে একটা প্রাক অনুষ্ঠান করব আমরা। সেখানে উপস্থিত থাকবেন ব্রিটেনের লর্ড এবং ব্যারোনেসরা। তাঁদের উপস্থিতিতে সম্মান জানানো হবে কৃতীদের। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে কলকাতা বইমেলা হবে এই লন্ডন মহোৎসবে। ২১ এপ্রিল অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিন পরবর্তী লন্ডন মহোৎসবের তারিখ ঘোষণা করতে চাই আমরা।" এই লন্ডন মহোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসডর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন তিনি আসতে না পারলেও উপস্থিত ছিলেন বাংলার সঙ্গীতজগতের প্রথমসারির নাম জয় সরকার, সুরজিৎ চ্যাটার্জি, রাঘব চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা কুমার। আয়োজক কমিটির সদস্য শুভম দত্ত, দেবাশিস দত্ত অনিবার্য কারণে আসতে না পারলেও ছিলেন সুজয় সাহা, শর্মিষ্ঠা দাস। ছিলেন লন্ডন মহোৎসব নামটি যার দেওয়া সেই অর্য্যাণী ব্যানার্জি।অনুষ্ঠানের লিটারারি পার্টনার ডাকবাংলা ডট কম। সংস্থার তরফে উপস্থিত সঞ্চারী মুখার্জি জানান, লন্ডন মহোৎসবের আগে অনুষ্ঠানকে ঘিরে একটা বই প্রকাশের চেষ্টা করবেন তাঁরা। মিডিয়া পার্টনার আজকালের তরফে উপস্থিত ছিলেন ডেপুটি এডিটর তপশ্রী গুপ্ত। তিনি বলেন, "আমরা চেষ্টা করব অনুষ্ঠান চলাকালীন লন্ডন থেকে আজকাল প্রকাশ করার।" উপস্থিত অতিথিরা সকলেই একমত হয়ে জানিয়েছেন, এক বছরেই থেমে গেলে চলবে না। শুধু বাংলাকে নয়, পরবর্তীকালে যাতে গোটা ভারতের সংস্কৃতি তুলে ধরা যায় সেটাই হবে লক্ষ্য।
  • Link to this news (আজকাল)