• আজ ও কাল জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • কলকাতা, ২১ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর পর রাজ্যের প্রকৃতিতে লেগেছে বসন্তের দোলা। শীতের বিদায়ের পালা। রাজ্যে ক্রমশ গরম পড়তে শুরু করেছে। আর এই মরশুমের শুরুতেই হঠাৎ ছন্দপতন। আজ বুধ ও বৃহস্পতিবার পর পর দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে সেই সম্ভাবনা প্রবল হয়েছে। পশ্চিমী ঝঞ্জার কারণে এই নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ২১ থেকে ২২ ফেব্রুয়ারিতে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণবঙ্গে এই বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি নামবে। তবে জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। এই চার জেলায় আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়াতেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)