Khalistani Row: খালিস্তানি বিতর্ক: ঘুরিয়ে শুভেন্দুদেরই ‘মুর্খ’ বলছেন রাজ্যের একমাত্র শিখ সাংসদ আলুওয়ালিয়া
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
BJP MP S S Ahluwalia Reaction On Khalistani Row:
সন্দেসখালির পথে ধামাখালিতে আইপিএস অফিসার যশপ্রীত সিং (এসএস-আইবি)-এর উদ্দেশে ‘খলিস্তানি’ মন্তব্য নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন শিখ সম্প্রদায়ের মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল। পাগরিধারী আইপিএস অফিসারের চরিত্রহননের অভিযোগ তুলেছেন অমৃতসরের শিরোমণি গুরদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং ধামি। রীতিমত কোণঠাসা বিজেপি। এবার খালিস্তানি বিতর্কে মুখ খুললেন বাংলা থেকে নির্বাচিত একমাত্র শিখ সম্প্রদায়ভুক্ত বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওটা অভিযোগ প্রসঙ্গে কী বলছেন আলুওয়ালিয়া?
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)