• Ananya Banerjee: ‘খলিস্তানি’-র পাল্টা এবার ‘যৌনগন্ধী’ বিতর্ক, তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে থানায় বিজেপি!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • FIR against TMC councilor Ananya Banerjee:

    ‘খালিস্তানি’ বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিতর্কের রেশ গড়িয়েছে জাতীয়স্তরেও। যেন কিছুটা অস্বস্তিতে বিজেপি। এবার তাই পাল্টা আক্রমণের পথে পদ্ম বাহিনী। গেরুয়া দলের হাতিয়ার কলকাতা পুরনিগমের তৃণমূল কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় ‘যৌনগন্ধী’ গল্প। বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফ থেকে ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবারই নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করা হবে। তাঁকে গ্রেফতারির দাবি তোলা হচ্ছে। এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একথা বলেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)