Dev At Ed Office: মলয়-শাহজাহান হতে চান না দেব, শেষপর্যন্ত কী করলেন অভিনেতা-সাংসদ?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
DEV ED:
গরুপাচার মামলায় ইডি-র নজরে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘাটালের সাংসদ দাবি করেছিলেন, তদন্তে সব ধরণের সহযোগিতা করবেন। বুধবার রাজধানী দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হয়েছেন দেব। সকাল ১১টায় ইডির সদর দফতরে পৌঁছে যান তিনি।