• ISRO: মহাকাশে ভারতের প্রথম মানবমিশনের পথে আরও এককদম, বিরাট ঘোষণা ইসরোর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • গগনযানের ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। একথা জানিয়েছে ইসরো। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পর গগনযান মিশনের কাজ দ্রুত গতিতে চালাচ্ছে ইসরো। গগনযান হল ভারতের প্রথম মানবমিশন মহাকাশ অভিযান। ২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। এই মিশনটি ভারতের জন্য খুবই বিশেষ। কারণ এটি সফল হলে আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত হবে চতুর্থ দেশ। এই দিকে আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে ISRO। নতুন তথ্য দিয়ে ইসরো জানিয়েছে CE20 ক্রায়োজেনিক ইঞ্জিন এখন গগনযান মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। অনেক কঠোর পরীক্ষার পর, CE20 ক্রায়োজেনিক ইঞ্জিন নিরাপত্তা সংক্রান্ত শংসাপত্র অর্জন করেছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)