Bengali Cinema: বাংলা ছবি ‘ঘটিয়া’? ‘উৎসাহহীন! জাতে ওঠা গেল..’, অনুরাগকে খোঁচা শিবপ্রসাদ-কমলেশ্বরদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
বাংলা ছবিকে অপমান! তাঁকে ঘটিয়া অর্থাৎ জঘন্য বলে উল্লেখ? হিন্দি ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের একটি মন্তব্য বাংলার সিনেপ্রেমীদের শিরদাঁড়ায় আঘাত করেছে। নানা মানুষ নানা মন্তব্য করেছেন। বাদ পড়েননি বাংলা ছবির পরিচালকরাও।