viral: শুকনো রুটি আর কলের জল, এই সঙ্গী বৃদ্ধের, চরম দারিদ্রতার করুন নির্দশন কাঁদাবে আপনাকে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
অনেকেই আছেন যারা সপ্তাহের বেশিরভাগ দিনই ভাল-মন্দ খেয়ে দিন কাটান। আবার অনেকের কাছে রুটিটাও একটা বিলাসীতা! মনকে নাড়িয়ে দেওয়ার মত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্রেফ শুকনো রুটি কলের জলে ভিজিয়ে খাচ্ছেন এক বৃদ্ধ। তাঁর রুটির সঙ্গে সবজীটুকু কিনে খাওয়ারও সামর্থ্য নেই।