Kyriakos Mitsotakis: গার্ড অফ অনারে সম্মানিত গ্রিসের প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণেই নজর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
গার্ড অফ অনারে সম্মানিত গ্রিসের প্রধানমন্ত্রী। স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন কিরিয়াকোস মিৎসোটাকিস ।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এবং তাঁর স্ত্রী মারেভা গ্রাবভস্কি-মিতসোটাকিস রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রীক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয়।