• কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ভরসা দিলেন অখিলেশ যাদব
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  অবশেষে গলল বরফ। স্বস্তি ফিরল ইন্ডিয়া জোটের। বুধবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়ে দিলেন, শেষ ভাল যার-সব ভাল তাঁর। উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। রাহুল গান্ধীর সঙ্গেও আসনরফা নিয়ে কথা হয়েছে। ফলে উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে জোট বেঁধেই লড়বে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে কংগ্রেস ১৭ টি থেকে ১৯ টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর প্রদেশে লোকসভায় মোট ৮০ টি আসন রয়েছে। বুধবার অখিলেশ যাদবকে আমেঠী এবং রায় বেরেলিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই এই কথা জানান সমাজবাদী পার্টির প্রধান। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই অখিলেশ যাদব জানিয়েছিলেন যদি আসনরফা নিয়ে সিদ্ধান্ত শেষ হয় তবেই তিনি রাহুলের যাত্রায় যোগ দেবেন। খুব শীঘ্রই দুই দলের পক্ষ থেকে যৌথ সাংবাদিক বৈঠক করা হবে বলেই জানা গিয়েছে।   
  • Link to this news (আজকাল)