• ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের বিকশিত দেশগুলির অন্যতম হবে: অমিত শাহ...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের বিকশিত দেশগুলির মধ্যে অন্যতম হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দিকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জয়পুর থেকে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে শাহের মন্তব্য, এই জোটের প্রধানরা নিজেদের রাজনৈতিক কেরিয়ার নিয়েই ব্যস্ত। এদিন অমিত শাহ বলেন, বিগত ১০ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। বিজেপির টার্গেট হল ভারতের উন্নতি সবার আগে। সেদিকে ইন্ডিয়া ব্লকের নেতারা নিজেদের ঘর গোছাতেই ব্যস্ত। সোনিয়া গান্ধী রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। ঠিক তেমনিভাবে লালু প্রসাদ তাঁর ছেলে তেজস্বীকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। উদ্ধব ঠাকরে তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এমকে স্ট্যালিন তার ছেলের রাজনৈতিক কেরিয়ারের উন্নতি চান। অমিত শাহ আরও বলেন, ৪০ বছর ধরে এক পদ এক পেনশন আটকে ছিল। তবে চার বছরের মধ্যেই মোদি তাঁর প্রতিশ্রুতি পালন করেছেন। কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও পালন করা হয়েছে। এখন জম্মু-কাশ্মীরে ফের প্রেক্ষাগৃহগুলি খুলে গিয়েছে। সেখানে ২ কোটি পর্যটক ঘুরতে যাচ্ছেন। তাই আগামী লোকসভা নির্বাচনে উন্নয়নের স্বার্থে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।   
  • Link to this news (আজকাল)