• প্রতিবাদী কৃষকদের উপর টিয়ার গ্যাস, উত্তাল রাজধানী
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী। পাঞ্জাব এবং হরিয়ানা সীমান্ত থেকে ফের কৃষকদের দিল্লি চলো অভিযান শুরু। কৃষিতে এমএসপি নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছে প্রতিবাদী কৃষকরা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই কৃষক আন্দোলন। এরপর হরিয়ানা সীমান্তের কাছে কৃষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ বাঁধে। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা ফের একবার কৃষকদের আলোচনার টেবিলে বসার ডাক দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চারবার বৈঠক হয়েছে। পঞ্চমবার বৈঠকের জন্য তৈরি সরকার। এমএসপি নিয়ে কৃষকদের দাবি আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। শান্তি বজায় রাখতে এই আলোচনা অত্যন্ত দরকারি। বুধবার প্রতিবাদী কৃষকদের রুখতে ফের একবার টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এই বিক্ষোভের ফলে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে যে যানজট তৈরি হয়েছে তা সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। 
  • Link to this news (আজকাল)