• ‌বিশাখাপত্তনমে নৌবাহিনীর মহড়ায় থাকবেন প্রতিরক্ষামন্ত্রী ...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী আয়োজিত দ্বাদশ সামুদ্রিক মহড়া মিলান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উপলক্ষে পূর্বাঞ্চলীয় নৌ–কমান্ড ঘাঁটিতে মিলান গ্রামেরও উদ্বোধন করবেন তিনি। আন্তর্জাতিক সহযোগিতার ভাবনাকে পাথেয় করে নৌবাহিনীর দুই হাজারেরও বেশি কর্মী মঙ্গলবার মহড়ায় অংশ নেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বুধবারই বিশাখাপত্তনমে পৌঁছবেন। পূর্বাঞ্চলীয় নৌ–কমান্ডের আধিকারিকরা জানান, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত এই মহড়ায় অংশ নেবে। ভবিষ্যত সমুদ্র নিরাপত্তায় শক্তিশালী নৌবাহিনী–র মূল ভাবনাকে সামনে রেখে এই মহড়ার উদ্দেশ্য, অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা সুদৃঢ় করা।
  • Link to this news (আজকাল)