• সন্দেশখালিতে আসছে জাতীয় আদিবাসী কমিশন
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিতে এবার আসছে জাতীয় আদিবাসী কমিশন। বুধবার সন্দেশখালি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। জাতীয় তফসিলি জাতি কমিশন আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে। মহিলা কমিশনও রাষ্ট্রপতির কাছে তাঁদের কড়া রিপোর্ট জমা দিয়েছে। এবার আসছে আদিবাসী কমিশন। সন্দেশখালির আদিবাসীদের কী পরিস্থিতি, তা নিয়ে রিপোর্ট দিতে হবে তিনদিনের মধ্যে। ১৫ ফেব্রুয়ারি সন্দেশখালিতে যায় জাতীয় তফসিলি কমিশন। এরপর ১৯ ফেব্রুয়ারি সেখানে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মা। প্রসঙ্গত, বুধবারই সন্দেশখালি যান রাজ্যের ডিজি রাজীব কুমার। তিনি সন্দেশখালির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।  
  • Link to this news (আজকাল)