• ‌‌‌রানিনগরে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার দুই...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকার নজরানা গ্রামে এক তৃণমূল কর্মীকে মারধরের পর খুনের চেষ্টার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তরা কংগ্রেস কর্মী বলে দাবি করেছে আক্রান্তের পরিবার। আহত তৃণমূল কর্মী বজলুর রহমান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রানিনগর –২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা স্থানীয় তৃণমূল নেতা মিজান হাসান বলেছেন, ‘‌রানিনগর–১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা যাতে তাড়াতাড়ি মেলে, সেজন্য তৃণমূলের তরফে প্রতি পঞ্চায়েত এলাকায় সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সাহায্য করা হচ্ছে।’‌ তৃণমূল নেতার অভিযোগ, মঙ্গলবার দুপুরে সহায়তা কেন্দ্রে যাওয়ার সময় বজলুরের ওপর হামলা চালান স্থানীয় কংগ্রেস নেতা নুরাবুল ইসলাম ,হাসিবুল শেখ, রানা, বাবু, পিয়ারুলরা। এদিকে, নজরানা গ্রামে মঙ্গলবার সন্ধেয় কংগ্রেস কর্মী এনামুল মণ্ডলকে ‘‌পিটিয়ে খুনে’‌র ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যা নিয়ে কটাক্ষ করে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানান, ‘‌মারামারির ঘটনায় যদি দলের কেউ যুক্ত থাকে এবং পুলিশ যদি তাঁকে গ্রেপ্তার করে, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু অবাক হলাম এই দেখে যে মারধরের অভিযুক্তদের ধরার ক্ষেত্রে পুলিশের যা তৎপরতা, খুনিদের ধরার ক্ষেত্রে ততটা নয়।’‌ রানিনগর থানায় ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেপ্তারির দাবি জানিয়েছে কংগ্রেস। 
  • Link to this news (আজকাল)