• আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শান্তিনিকেতনে দিনভর নানা অনুষ্ঠান
    দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরভূম, ২১ ফেব্রুয়ারি: আজ ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এপার ও ওপার বাংলা সহ গোটা বিশ্বের বাঙালি সমাজ পালন করছেন এই ভাষা দিবস। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও বিভিন্নভাবে এই মাতৃভাষা দিবস পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
    বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান শান্তিনিকেতনেও সাড়ম্বরে পালিত হচ্ছে এই মাতৃভাষা দিবস। সেখানে বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর পড়ুয়ারা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের সূচনা করেন।
    এখানকার আন্তর্জাতিক বয়েজ হোস্টেলের সামনে থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক মূল মঞ্চে উৎসর্গ প্রদান করেন। বিশ্বভারতী প্রাঙ্গণে সমবেত হয়েছেন ভারত ও বাংলাদেশের বহু ছাত্র ছাত্রী। তাঁরা আজ সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাষা দিবস পালন করছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)