• আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও দোসর'
    ২৪ ঘন্টা | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়? ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঝড়। ঝড় বয়ে যাবে পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার উপর দিয়ে। আবহাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, ঘণ্টাখানেকের মধ্যেই ওই ঝড়ের প্রভাবে হাওড়া, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও।

    হাওড়া, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই ঝড়-বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।  আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি হয়েছে হলুদ সতর্কতাও। কেন এরকম? জম্মু-কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝার দরুন সেখানে  বৃষ্টিপাত হচ্ছে, চলছে তুষারপাতও। পাশাপাশি শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এই আবহাওয়া পূর্ব দিক থেকে ক্রমশ উত্তরবঙ্গের দিকে।এর জেরে আগামী বৃহস্পতিবার শুক্রবারও রাজ্যে বৃষ্টি হবে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে থাকছে হালকা বৃষ্টির আশঙ্কা। শীত বিদায় নিয়েছে। এখন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ ৩০ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে আরও ২ ডিগ্রি।রাজ্যের কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।আগামিকাল থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা রইল না। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে আজ বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং-সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও।
  • Link to this news (২৪ ঘন্টা)