• একসঙ্গে ১২৭! জলপাইগুড়িতে একদিনে রেকর্ড হাতেখড়ি পড়ুয়াদের
    ২৪ ঘন্টা | ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • প্রদ্যুৎ দাস: ১২৭ শিশুর হাতেখড়ি। দুই একজন নয়। একই সঙ্গে ১২৭ জন শিশুর হাতেখড়ি হয়েছে জলপাইগুড়ির পান্ডা পাড়া সারদা শিশুতীর্থ স্কুলে। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিলো সাজো সাজো রব। এই এলাকায় ভিড় লক্ষ্য করা গেল অভিভাবক অভিভাবকা এবং কচিকাঁচা পড়ুয়াদের।বুধবার সকাল সকাল স্নান সেরে নতুন জামাকাপড় পরে স্কুলে উপস্থিত হয় ক্ষুদে পড়ুয়ারা। এরপর শুরু হয় পূজা, হোম ও আরতি। তাতে অংশ নেয় ক্ষুদেরা। সঙ্গে ছিলেন অভিভাবকেরাও।

    পূজো শেষে স্লেটে চক পেন্সিল দিয়ে লেখে সবাই। এরপর চলে প্রসাদ গ্রহন পর্ব। ছাত্রছাত্রী ও অভিভাবকরা সবাই মিলে স্কুলের বারান্দায় বসে পেট পুড়ে খায় খিচুড়ি ও পায়েস।আচার্য্য তপতি বোস জানালেন, ‘আমাদের দেশের ১৬ টি সংস্কারের মধ্যে একটি হলো বিদ্যারম্ভ সংস্কার। যেহেতু এরা সবাই প্রাক প্রাথমিক শ্রেনীতে ভর্তি হয়েছে। তাই বিদ্যারম্ভ সংস্কারের মাধ্যমে আমরা বৈদিক নিয়ম মেনে হোমের আয়োজন করেছি’।তিনি আরও বলেন, ‘জীবনের সবচেয়ে বড় অধ্যায় লেখাপড়া। তাই পড়াশুনো শুরু করার আগে আমরা এদের হাতে খড়ি দিলাম। এবারে আমাদের স্কুলে ১২৭ জন শিশু অংশ নিয়েছে’।অভিভাবকদের তরফে জানানো হয়েছে, ‘খুব ভালো লাগছে এই পরিবেশ। লেখাপড়ার সঙ্গে সংস্কার শিখে আমাদের সন্তানেরা ভালো মানুষ হোক এটাই চাই’। 
  • Link to this news (২৪ ঘন্টা)