Manasi Sinha: অপু-অপা জুটির ‘প্রথম পরিচালক’ মানসী সিনহা, নির্দেশ দিতে গিয়ে কী কী কাঠখড় পোড়ালেন তিনি?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
Manasi Sinha As Debut Director: অভিনেত্রী হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করার পর এবার তাঁর পরিচালক হিসেবে নিজের স্কিল দেখানোর পালা। মানসী সিনহা
Manasi Sinha
এবার কাজ করবেন পর্দার আড়ালে। এই প্রথম তিনি ডেবিউ ডিরেক্টর হিসেবে। সঙ্গে এক বিরাট স্টারকাস্ট। অপরাজিতা আঢ্য
Aparajita Auddy
এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে
Saswata Chatterjee
সঙ্গে নিয়েই প্রথম পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)