• Ranji Trophy: চ্যাম্পিয়ন হলেই প্রত্যেককে BMW সঙ্গে ১ কোটি! টাকার ফোয়ারার লোভ ভারতীয় ক্রিকেটারদের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • Hyderabad in Ranji Trophy:

    আগামী তিন বছরের মধ্যে দল রঞ্জি জিতলে খেলোয়াড়দের মালামাল করে দেবেন। তাঁর দলের খেলোয়াড়দের বড় পুরস্কারের টোপ দিলেন হায়দরাবাদের ক্রিকেট সভাপতি জগনমোহন রাও অরিষ্ণাপালি। তিলক ভার্মার নেতৃত্বাধীন হায়দরাবাদ দল মঙ্গলবার প্লেট গ্রুপের ফাইনালে মেঘালয়কে ৫ উইকেটে হারিয়ে এলিট গ্রুপে উঠে এসেছে। আগামী বছর থেকে হায়দরাবাদ এলিট গ্রুপে খেলবে। আর তাতেই দিল খুশ হায়দরাবাদ ক্রিকেটের সভাপতির। তিনি জানিয়ে দেন, আগামী তিন বছরের মধ্যে রঞ্জি জিতলেই দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি বিএমডব্লিউ গাড়ি আর দলকে নগদ এককোটি টাকা দেবেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)