• IPL: আত্মঘাতী তরুণী মডেলের ফোন জুড়ে IPL সুপারস্টার, জেলের ভাত খাওয়া এখন সময়ের অপেক্ষা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • IPL star model suicide: ডেল খুনে এবার জড়িয়ে পড়লেন আইপিএলের নামি মুখ। ক্রোড়পতি লিগে অভিষেক শর্মা (abhishek sharma) ভীষণই নামি মুখ। সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) কয়েক মরশুম ধরেই খেলছেন তিনি। আইপিএলের পাশাপাশি রঞ্জি ট্রফিতেও খেলেন। তাঁকে এবার সমন পাঠালো গুজরাট পুলিশ। সুরাতের মডেল তানিয়া সিংয়ের (Tanya Singh) আত্মহত্যার ঘটনায় উঠে এল তারকা ক্রিকেটারের নাম।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)