• ২ দিনের জন্য স্থগিত 'দিল্লি চলো'!
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিজেদের দাবি নিয়ে ফের পথে কৃষকেরা। তবে বুধবার জানা গিয়েছে, তাঁদের দিল্লি চলো অভিযান বন্ধ ২ দিনের জন্য। কৃষকরা পথে নামছেন জেনে, কড়া পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। শুরু থেকেই কড়া নিরাপত্তা, ব্যারিকেড, কংক্রিটের দেওয়াল তুলে রাজধানীতে আন্দোলনের রেশ পৌঁছনোতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এসবের মাঝেই বুধবার কৃষকদের তরফে জানানো হয়েছে খানৌরির ঘটনার প্রেক্ষিতে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ২ দিন স্থগিত থাকবে তাঁদের আন্দোলন। আলোচনায় বসবে কৃষক সংগঠন গুলি। আলোচনা হবে আন্দোলনে গতিপ্রকৃতি নিয়ে। তারপরেই জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকদফা আলোচনায় বসেছে কৃষক সংগঠনগুলি। কেন্দ্রের সঙ্গে চতুর্থ দফার আলোচনা হওয়ার পরেও কোনও সমাধান সূত্র উঠে আসেনি। হরিয়ানার খানৌরিতে আন্দোলনরত এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে সময় আহত হন কৃষক শুভ করণ সিং। হাসপাতাল সূত্রের খবর, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। যদিও চিকিৎসকেরা অপেক্ষা করছেন ময়নাতদন্তের রিপোর্টের। কৃষকরা ঘটনায় আঙুল তুলেছে পুলিশের দিকেই, যদিও হরিয়ানা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এর পরেই কৃষক সংগঠনের পক্ষ থেকে তাঁদের সিদ্ধান্ত জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)