• ভাষা দিবসে গোলাপ, হেলমেট বিলি হাওড়া পুলিশের
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ভাষা দিবসে অভিনব উদ্যোগ নিল হাওড়া ট্রাফিক পুলিশ। বেসরকারি অ্যাপ বাইক চালক সংস্থার সহযোগিতায় হেলমেট বিহীন বাইক চালকদের জন্য দেওয়া হল হেলমেট। শুধু তাই নয়, জরিমানার জায়গায় ট্রাফিক আইন ভেঙে মিলল গোলাপ ফুলও। এদিন হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক পোস্টে হেলমেট বিহীন বাইক চালকদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। এই উদ্যোগে সামিল হন গোলাবাড়ি ট্রাফিক গার্ডের ইনচার্জ বিপ্লব কুমার মণ্ডল। অ্যাপ ক্যাব বাইক সংস্থার তরফে উপস্থিত ছিলেন সুমন মণ্ডল। পুলিশ আধিকারিক বিপ্লবকুমার মণ্ডল জানান, এই উদ্যোগ সত্যিই অন্যরকম। তিনি বলেন, সকলকেই আইন মেনে চলা সবার দরকার। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান সুমন মণ্ডল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক সুজাতা বীণাপানি।
  • Link to this news (আজকাল)