• প্রতারণা রুখতে প্রশাসনের উদ্যোগে সচেতনতা শিবির
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: প্রতিনিয়ত সক্রিয় প্রতারণা চক্র। ক্রমাগত বদলাচ্ছে তাদের প্রতারণার ধরণ। আর সেই নিত্যনতুন ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। একাধিক ক্ষেত্রে পুলিশ প্রশাসনের উদ্যোগে ধরা পড়ছে প্রতারক। তবু কোনও ভাবেই বন্ধ করা যাচ্ছে না প্রতারণা চক্রের কার্যকলাপ। প্রশাসন মনে করে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই হল এই চক্রকে বন্ধ করার একমাত্র উপায়। তাই রাজ্য ইকোনমিক অফেন্স সেল এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে চুঁচুড়া থানার সহযোগিতায় অনুষ্ঠিত হল এক সচেতনতা শিবির। বুধবার চুঁচুড়ায় আয়োজিত এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অরিজিৎ দাস, অতিরিক্ত জেনারেল ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর রায় চৌধুরী, সিনিয়র এসিস্ট্যান্ট রাহুল সাউ এবং ইকোনমিক অফেন্স সেলের ডেপুটি পুলিশ সুপার জয়দীপ ব্যানার্জি ও সাব ইন্সপেক্টর মলয় আদক প্রমুখ। এদিন শিবিরে উপস্থিত শতাধিক মানুষকে প্রতারণার নানা ফাঁদ সম্পর্কে সচেতন করা হয়। বোঝানো হয় টোল ফ্রি নম্বর, ও এল এক্স, ফিশিং মেল বা এস এম এস ইত্যাদির মাধ্যমে কীভাবে প্রতারণা করা হয়ে থাকে। পাশাপাশি সেক্সটরসান সম্পর্কেও সকলকে বুঝিয়ে বলেন রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকেরা। কোনও সংস্থা আরবিআই স্বীকৃত কি না তা কীভাবে সহজে বোঝা যায়। ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)