• পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমীর ভাষা দিবস পালন
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২১-শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করা হয়েছিল৷  অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী ভাষণ দেন বাংলা অ্যাকাডেমীর সচিব বাসুদেব ঘোষ৷ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক সুবোধ সরকার, অধ্যাপক অমিতাভ রায়৷ প্রত্যেকেই বাংলা ভাষার প্রয়োজনীয়তা, এখনকার সমাজে বাংলা ভাষার গ্রহণযোগ্যতা এবং এই ভাষায় বিদ্যাসাগরের অবদান নিয়ে তাঁদের সুচিন্তিত বক্তব্য রাখেন ৷ পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমী এবং পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতির উদ্যোগে এই অনুষ্ঠান চলবে তিন দিন ধরে।
  • Link to this news (আজকাল)