• Digha: পর্যটকদের জন্যই দুর্দান্ত ‘স্টেপ’ প্রশাসনের! দিঘায় এবার বাম্পার মজা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • Digha:

    পর্যটকদের সুরক্ষার কথা ভেবে দিঘায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। একইসঙ্গে দিঘাকে নতুন করে সাজাতে নানা কর্মকাণ্ড তো জারি রয়েছেই। এবার সমুদ্রনগরীতে পর্যটকদের (Tourists) সুরক্ষায় আরও এক তৎপরতা প্রশাসনের। পর্যটকদের কাছে দিঘাকে আরও বেশি নিরাপদ-সুরক্ষিত করতে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)