Kolkata Weather Today: আজ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, সব ওলোটপালোট করে দিতে পারে ঝোড়ো হাওয়া
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
IMD Weather Update Today February 22:
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে শীত মোটামুটিভাবে বিদায় নিয়েছে। রাজ্যজুড়ে বসন্তের মনভরানো আমেজ। এই আবহেই ফের একবার দুর্যোগের ভ্রুকুটি। জেলায়-জেলায় বৃষ্টির জোরালো পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুধু বৃষ্টিই নয়, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে একাধিক জেলায়। দুর্যোগের এই পর্ব চলবে কতদিন? এনিয়েই রইল আবহাওয়ার বিস্তারিত আপডেট (Weather Update)।