Jaahnavi Kandula Death: গাড়িতে পিষে অট্টহাসি, তাও ব্যবস্থা নয় মার্কিন পুলিশ কর্তার বিরুদ্ধে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
২৩ বছরের ভারতীয় তরুণী জাহ্নবী কান্ডুলার মৃত্যু নিয়ে যে পুলিশ অফিসার হাসিঠাট্টা করেছিলেন, আপত্তিকর কথা বলেছিলেন সিয়াটেলের সেই পুলিশ অফিসারকে প্রমাণের অভাবে তাকে এই মামলায় বেকসুর খালাস বলে ঘোষণা করে মার্কিন আদালত। বুধবার, কিং কাউন্টি প্রসিকিউটর অফিস বলেছে প্রমাণের অভাবে সিয়াটল পুলিশ অফিসার কেভিন ডেভের বিরুদ্ধে কোন ফৌজদারি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়েছে জাহ্নবী কান্ডুলার মৃত্যু হৃদয়বিদারক এবং তা কিং কাউন্টি সহ সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে।