CBSE Open Book Examinations: নবম থেকে দ্বাদশ, পরীক্ষার ধাঁচে বিরাট বদল! ওপেন বুক সিস্টেমে পরীক্ষার ভাবনা CBSE-এর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) গত বছর প্রকাশিত নতুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) এর সুপারিশগুলির সঙ্গে সঙ্গতি রেখে নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ওপেন বুক এক্সাম (ওবিই)-এর কথা বিবেচনা করছে।