• দিনভর মেঘলা আকাশ, আজ বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ...
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে আকাশের মুখভার। গভীর রাতে, বৃহস্পতিবার ভোরে জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। আজ দিনভর বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। তাপমাত্রা আরও বাড়বে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। যার জন্য সতর্কতাও জারি করা হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকবে। তবে ২৩ ফেব্রুয়ারি থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতেই মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)