• দশভুজা বাঙালি সম্মান জেভিয়ার্সে
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গত ১২ বছরের মতো, এবারেও সেন্ট জেভিয়ার্স কলেজ ( স্বশাসিত) কলকাতা, কলেজের প্রাক্তনী সংসদ এবং বঙ্গ সাহিত্য সমিতি মাতৃভাষাকে কুর্নিশ জানিয়ে, কৃতি বাঙালিদের হাতে তুলে দিল দশভুজা বাঙালি সম্মাননা। গত কয়েকবছরে, শিল্প, সাহিত্য, ক্রীড়া সহ নানা বিভাগের কৃতি বাঙালিদের সম্মানিত করা হয়েছে , যাঁরা বাঙালিকে, বাংলাকে জিতিয়ে দিয়েছেন বারবার। দশভুজা বাঙালি ২০২৪-এর প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেন সংসদের সভাপতি, কলেজের অধ্যক্ষ ফাদার ডমিনিক স্যাভিও এবং প্রাক্তনীসংসদের সম্পাদক ফিরদৌসল হাসান।  এবছর সম্মানিত হলেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, অভিনেতা চঞ্চল চৌধুরী, ক্রীড়াবিদ দোলা ব্যানার্জি, দীপা কর্মকার, অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি, প্রাক্তন আইএএস সুতীর্থ ভট্টাচার্য, শিল্পপতি রুদ্র চ্যাটার্জি, অভিনেত্রী সুদীপা চক্রবর্তী, চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, রেভারেন্ড ফাদার তিমির সিনহা, বিশিষ্ট ইতিহাসবিদ -অধ্যাপিকা তপতী গুহ ঠাকুরতা। তাঁদের অনেকেই এই কলেজের প্রাক্তনী, তাঁদের মনে এদিন কলেজ বেলার কথা। কারও গলায় মাতৃভাষা দিবস উদযাপনের স্মৃতি। আবেগাপ্লুত শিল্পী, শিল্পপতি, অভিনেতা সকলের একসুর, সময় দিনে দিনে বদলে গেলেও, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স যেভাবে এখনও বাংলা ভাষার লালন করে চলেছে, তা প্রশংসনীয়। পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, সেন্ট জেভিয়ার্স পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি রাগ সঙ্গীতের আয়োজন করে, পড়ুয়াদের মধ্যে সঙ্গীতের মাধ্যমে যদি বোধের জাগরণে উদ্যোগী হয়, তাহলে প্রয়োজনে তাঁকে পাশে পাবে এই শিক্ষা প্রতিষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্নীশ্বর বসু।
  • Link to this news (আজকাল)