• Sandeshkhali Case: সন্দেশখালি নিয়ে ‘বিভ্রান্তিকর’ খবরের অভিযোগ, এবার খবরের চ্যানেলের হোস্টের বিরুদ্ধে FIR পুলিশের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • FIR Against Suman Dey of ABP Ananda:

    সন্দেশকালিকাণ্ডে পুলিশের বিষনজরে সংবাদ মাধ্যম! রিপাবলিক বাংলার সন্তু পানের পর এবার এফআইআর দায়ের হল বাংলা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে’র বিরুদ্ধে। গত দেড় মাস ধরে চর্চায় সন্দেশখালি। যা নিয়ে ওই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জনপ্রিয় সান্ধ্য শো ‘ঘন্টা খানেক সঙ্গে সুমন’ প্রচারিত হয়। অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি ওই অনুষ্ঠানেই সন্দেশখালি নিয়ে ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ তথ্য সম্প্রচার করা হয়েছে। ওই অনুষ্ঠানের হোস্ট স্বয়ং সুমন দে। ফলে তাঁর বিরুদ্ধেই ১৭ ফেব্রুয়ারি ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালি থানার সাব-ইন্সপেক্টর মহঃ মোনায়েম হাসান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)