• ‌ ‌পোষা টিকটিকির কামড়ে যুবকের মৃত্যু
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‌‌‌আমেরিকায় নিজের পোষা টিকটিকির কামড়ে মারা গেল এক যুবক। কলোরাডোর বাসিন্দা ৩৪ বছর বয়সী ওই যুবকের দুটি পোষা টিকটিকি ছিল। মাংসাশী সরীসৃপ প্রাণী দুটো আমেরিকার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের স্থানীয় প্রজাতির। জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি সোমবার পোষা টিকটিকিটি যুবককে কামড়ে দেয়। যেটি ছিল প্রায় ১২ ইঞ্চি লম্বা। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য যুবকের দেহের অতিরিক্ত টক্সিকোলজি পরীক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, এই প্রজাতির টিকটিকি দৈর্ঘ্যে ৫৪ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এরা ভারী, ধীরগতির সরীসৃপ প্রাণী। লাইসেন্স ছাড়া এই ধরণের টিকটিকি বাড়িতে রাখা নিষেধ বলে জানা গেছে। জানা গেছে, যুবকটির বাড়িতে বিষাক্ত মাকড়সাও ছিল। এর আগে ১৯৩০ সালে এই প্রজাতির টিকটিকির কামড়ে এক জন মারা গিয়েছিলেন। 
  • Link to this news (আজকাল)