• ভেনেজুয়েলায় অবৈধ সোনার খনিতে ধস, নিহত ২৩ শ্রমিক
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভেনেজুয়েলায় অবৈধ সোনার খনিতে আচমকা ধস। দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে একটি উন্মুক্ত সোনার খনিতে। বেআইনিভাবে পরিচালিত ওই সোনার খনিতে মাটির দেওয়াল ধসে পড়ার পর অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, দেশের বলিভার প্রদেশের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত খোলা গর্ত থেকে প্রায় ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। কর্মকর্তাদের মতে, প্রায় ২০০ জন লোক সেসময় খনিতে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। যেখানে এই খনিটি অবস্থিত সেখানে পৌঁছতে হলে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টার নৌকায় ভ্রমণ করতে হয়।
  • Link to this news (আজকাল)