• চোটের অজুহাত দিয়ে রঞ্জি থেকে সরে দাঁড়ান, ঈশানের পর এবার বোর্ডের রোষের মুখে শ্রেয়স...
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঈশান কিষাণের পর এবার বোর্ডের রোষের মুখে পড়তে চলেছেন শ্রেয়স আইয়ার। রঞ্জি ট্রফিতে খেলা এড়াতে চোটের অজুহাত দেন তিনি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স এবং মেডিসিন হেড নীতিন‌ প্যাটেল ইমেল করে বোর্ডকে জানিয়ে দেন, সম্পূর্ণ ফিট আছেন শ্রেয়স আইয়ার।‌ নতুন কোনও চোট পাননি মুম্বইয়ের ব্যাটার। তাতেই অবাক বিসিসিআই কর্তারা। এই ঘটনা বিতর্ক উস্কে দিয়েছে। ঘরোয়া লাল বলের ক্রিকেটের প্রতি শ্রেয়সের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কথা হচ্ছে, আইপিএলকে গুরুত্ব দিয়ে নিজেকে ফিট রাখতে টেস্ট থেকে নাম প্রত্যাহার করেন তিনি। দ্বিতীয় টেস্টের পর পিঠে ব্যথা এবং কুঁচকির চোটের অজুহাত দিয়ে শেষ তিন টেস্ট থেকে সরে দাঁড়ান। বারোদার বিরুদ্ধে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচও খেলেননি। প্রথমে কোচ রাহুল দ্রাবিড় এবং পরে বোর্ড সচিব জয় শাহ জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ক্রিকেটারদের বারবার ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন। কিন্তু কর্ণপাত না করে রঞ্জিতে খেলেননি ঈশান কিষাণ। এবার আরও এক "অবাধ্য" ছাত্রের খোঁজ পেল বোর্ড। এনসিএ রিপোর্টের পর শ্রেয়স আইয়ারকে আতশকাঁচের নীচে রাখা হচ্ছে। মুম্বইয়ের টিম ম্যানেজমেন্টকে তিনি জানিয়েছিলেন, পিঠের চোটের জন্য রঞ্জি ট্রফির নক আউট পর্বের ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু নীতিন প্যাটেলের দেওয়া ফিট সার্টিফিকেট শ্রেয়সকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এমনিতেই লাল বলের ক্রিকেটে ফর্মে ছিলেন না তিনি। তারপরেও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দুঃসাহসিকতা‌ দেখান। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আচরণের জন্য এবার কি শাস্তির মুখে পড়তে হবে শ্রেয়সকেও? 
  • Link to this news (আজকাল)