• আজ প্রকাশিত হবে আইপিএলের প্রথম ১৫ দিনের সূচি
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রকাশিত হবে আইপিএলের প্রাথমিক সূচি। আপাতত প্রথম ১৫ দিনের সূচি ঘোষণা করা হবে। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম সংস্করণ। চলবে মে মাসের শেষ পর্যন্ত। টুর্নামেন্টের প্রথা অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে গতবারের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। আইপিএলের অভিষেক ম্যাচ হতে পারে চেন্নাইয়ে। তবে আজ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ম্যাচের দিনক্ষণ জানানো হবে। মার্চের শুরুতে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবে। তারপরই চূড়ান্ত সূচি নির্ধারিত হবে। আজ থেকে ঠিক এক মাস পরই শুরু আইপিএল। কিন্তু সূচি নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। ধীরে চলো নীতিতেই এগোতে চাইছে বিসিসিআই। আশা করা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝির আগে নির্বাচন শুরু হবে না। সেই অনুযায়ী আইপিএলের প্রথম ১৫ দিনের সূচি আজ ঘোষণা করা হবে। ভাবা হয়েছিল, আইপিএলের একটি পর্ব সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বিদেশের মাটিতে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন থাকলেও, পুরো টুর্নামেন্ট ভারতেই হবে। তবে ক্ষেপে ক্ষেপে আইপিএলের সূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে নির্বাচনের জন্য দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আইপিএল। ২০১৪ নির্বাচনের সময় প্রথম ২০ ম্যাচ আরব আমিরশাহিতে হয়। বাকিটা ভারতে হয়েছিল। ২০১৯ লোকসভা নির্বাচনের সময় সব ম্যাচই ভারতে হয়েছিল। এবারও তেমনই পরিকল্পনা রয়েছে বোর্ডের। 
  • Link to this news (আজকাল)