• 'জীবনে এরকম পিচ দেখিনি', রাঁচির উইকেট দেখে অবাক স্টোকস...
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তার আগে রাঁচির পিচ দেখে চক্ষু চড়কগাছ বেন স্টোকসের। চতুর্থ টেস্ট ম্যাচের পিচ দেখে কোনওরকম রাখঢাক না করেই জানিয়ে দিলেন, "এরকম পিচ তিনি জীবনে দেখেননি।" সিরিজে টিকে থাকতে হলে রাঁচি টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। ২-১ এ সিরিজে এগিয়ে রোহিতরা।‌ তার আগে স্টোকস জানিয়ে দেন, পিচ দেখে ঘাবড়ে যান তিনি। দূর থেকে উইকেট গ্রিন টপ মনে হয়েছিল। কিন্তু কাছ থেকে দেখার পর উইকেটের ফাটল তাঁর চোখে পড়েছে। যা ব্যাটিং এবং বোলিং বিভাগকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। বেন স্টোকস বলেন, "এরকম পিচ আমি আগে কখনও দেখিনি। দেখে বোঝা যাচ্ছে না পিচ কি চরিত্র নেবে। সুতরাং কী হতে পারে আমরা জানি না। ভারতে যেরকম পিচ দেখে আমি অভ্যস্থ, এটা একেবারেই সেরকম না। ড্রেসিংরুম থেকে দেখে মনে হয়েছিল, উইকেটে ঘাস আছে। সবুজ পিচ। কিন্তু মাঠে নেমে দেখার পর অন্যরকম লাগছে। ভাঙা পিচ, তাতে বেশ কয়েকটা ফাটলও আছে।" বুধবার দলের সহ অধিনায়ক অলি পোপ বলেন, চতুর্থ টেস্টে প্রথম বল থেকে উইকেটে টার্ন থাকলেও কোনও সমস্যা নেই তাঁদের। কারণ তাহলে দু"দলের স্পিনাররাই পিচ থেকে সাহায্য পাবে। হায়দরাবাদ, বিশাখাপত্তনাম এবং রাজকোটে স্পোর্টিং উইকেট ছিল। শুধুই স্পিন সহায়ক পিচ ছিল না। তাই উইকেট থেকে সকলেই সাহায্য পায়। রাঁচি টেস্টের আগে পোপ বলেন, "প্রথম বল থেকেই স্পিন করলে, টসের কোনও গুরুত্ব থাকবে না। তখন ম্যাচটা ৫০-৫০ হবে। একাধিক সময় শুরুতে উইকেট পাটা থাকে এবং পরের দিকে ভেঙে যায়। প্রথমে ব্যাট করে আমরা প্রথম টেস্ট জিতেছি। পরের দুটো প্রথমে ব্যাট করে ভারত জিতেছে। এটা রেজাল্টে পার্থক্য না গড়ে দিলেও কিছু অ্যাডভান্টেজ থাকে।" রাঁচির উইকেট নিয়ে গবেষণা তুঙ্গে। চতুর্থ টেস্টের আগে ইংল্যান্ডের চিন্তা বাড়ল পিচ। 
  • Link to this news (আজকাল)