• দলগত বিভাগে অলিম্পিকে ঐহিকারা, টেবিল টেনিসে নজির
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টেবিল টেনিসে ইতিহাস ভারতের পুরুষ এবং মহিলা দলের। প্রথমবার দলগত বিভাগে অলিম্পিকের ছাড়পত্র সংগ্রহ করল ভারতীয় দল। অর্থাৎ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করবেন ঐহিকা মুখোপাধ্যায়রা।‌ ব্যক্তিগত বিভাগে অংশ নিলেও এতদিন টিম ইভেন্টে দেখা যায়নি ভারতকে। বুসানে আইটিটিএফ বিশ্ব টেবিল টেনিসের দলগত পর্বের প্রি-কোয়ার্টার ফাইনালে হারলেও অলিম্পিকে জায়গা পাকা করে নিয়েছেন বাংলার ঐহিকারা। ৪ মার্চ প্যারিস অলিম্পিকের দলগত বিভাগে দেশের তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় থাকবে ভারতের নাম। ২০০৮ বেজিং অলিম্পিক্সে প্রথম টেবিল টেনিসে দলগত বিভাগ অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। বুসানে শরথ কমলের নেতৃত্বে খেলে ভারতের ছেলেদের দল। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিলেও অলিম্পিকে খেলার ছাড়পত্র আটকায়নি। অন্যদিকে শেষ ষোলোর লড়াইয়ে হারে মেয়েদের দলও। চিনা তাইপেইয়ের কাছে হারেন ঐহিকারা। কিন্তু নিয়ম অনুযায়ী দুটো রাউন্ড জিতে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারত। ঐহিকার অলিম্পিক্স স্বপ্ন পূরণ হওয়া সময়ের অপেক্ষা। 
  • Link to this news (আজকাল)