• দালালরাজ রুখতে দিল্লি এইমসে চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লি এইমসের বিশেষ পদক্ষেপ। হাসপাতালে দালাল এবং এজেন্টরাজ রুখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হল। রোগীদের কোনও অভিযোগ থাকলেই তাঁরা এই নম্বরে সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন বলেই জানা গিয়েছে। দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তাঁদের কাছে হাসপাতালে দালাল রাজের বিষয়ে নানা অভিযোগ আসছিল। এরপরই এই পদক্ষেপ নেওয়া হল। এমনকি অভিযোগের পক্ষে যদি কোনও ভিডিও থাকে তবে সেটাও এই নম্বরে দেওয়া যাবে বলেই জানা গিয়েছে। এই নম্বরের দায়িত্বে যারা থাকবেন তাঁরা ২৪ ঘন্টাই নিজেদের কাজ করবেন বলেই খবর। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে এইমস কর্তৃপক্ষ। 
  • Link to this news (আজকাল)